
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ডের পুরস্কার অন্য কেহ উত্তোলন করেছে কিনা, কিভাবে বুঝবেন?
আপনার হাতে যদি কোনো পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড আসে, তখন কীভাবে বুঝবেন যে সেই প্রাইজবন্ডটির পুরস্কার পূর্বে কেউ উত্তোলন করেছে কিনা?
আপনি ব্যাংক থেকে কিছু প্রাইজবন্ড কিনে আনলেন এবং চেক করে দেখলেন যে পূর্ববর্তী ৮টি ড্রয়ের মধ্যে আপনার প্রাইজবন্ড কোনো একটিতে বিজয়ী হয়েছিল। যদি সেই পুরস্কার পূর্বের দুই বছরের মধ্যে বিজয়ী হয়ে থাকে, তাহলে আপনি পুরস্কার উত্তোলন করার অধিকার রাখেন।
এখন প্রশ্ন হলো, আপনি কি এই পুরস্কারের জন্য আবেদন করবেন নাকি করবেন না? আপনি যদি ব্যাংকে আবেদন জমা দেন এবং সব প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সত্যায়িত করার পরে জানতে পারেন যে পুরস্কারটি পূর্বে উত্তোলন করা হয়েছে, তখন তা নিঃসন্দেহে বিড়ম্বনা ও লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করবে।
তাই, এ ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং আবেদন করার আগে নিশ্চিত হতে হবে যে প্রাইজবন্ডটির পুরস্কার কেউ উত্তোলন করেছে কিনা। প্রাইজবন্ডের সামনের দিকে একটি সিল দেওয়া থাকে, যেখানে বিক্রয়ের তারিখ উল্লেখ থাকে। বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী, বিক্রয়ের তারিখ থেকে ড্রয়ের তারিখ পর্যন্ত যদি দুই মাস না হয়, তাহলে সেই প্রাইজবন্ড ড্রয়ের আওতায় আসে না। এই আইন নিয়ে যথেষ্ট সমালোচনা আছে। আমরাও একাধিক ভিডিও তৈরি করেছি এবং প্রাইজবন্ড কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছি, যেখানে এই আইনটি বাতিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়া থাকবে। সিলের মধ্যে উল্লেখ থাকবে কততম ড্র, কত টাকার পুরস্কার, পুরস্কারের টাকা প্রদানের তারিখ এবং কর্তৃপক্ষের স্বাক্ষর।
আপনার হাতে যদি কোনো পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড আসে, যেখানে এই সিলটি দেওয়া থাকে, তাহলে ভুল করেও আবেদন করতে যাবেন না, কারণ আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। আশা করছি, পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।
শুভকামনা রইলো যেন আপনার সংগ্রহে থাকা প্রাইজবন্ড ভবিষ্যতে বিজয়ী হয়।
Latest Blog
প্রাইজবন্ড ড্র সারা বাংলাদেশের জন্য একই দিনে এবং একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ড ড্র বরিশা...
০৫ জুন ২০২৪ ২,১৯৮
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়...
১২ অক্টোবর ২০২৪ ২,৭৭৮
বাংলাদেশে প্রাইজবন্ড ড্র নিয়ে জনমনে প্রশ্ন দেখা যায়, যা এর স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি করে। অসম্পূর্...
৩১ মে ২০২৫ ৭৮৯
প্রাইজবন্ড, দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় সঞ্চয় ও পুরস্কার জয়ের মাধ্যম হিসেবে পরিচিত, এখন...
২০ মে ২০২৪ ২,২০৪
সারাদেশে বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা অফিস থেকে সারা বছর এবং যেকোনো সময় প্রাইজবন্ড কেনা যায়। এছাড়াও...
০৮ মে ২০২৪ ৬,২৮৯
প্রাইজবন্ড একবার কিনলে শুধু একবারই ড্র-এর আওতায় আসবে না। প্রাইজবন্ড হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচা...
১৩ মে ২০২৪ ৩,০৮৫
প্রাইজবন্ডের ড্র-তে কোন নাম্বারগুলো জেতার সম্ভাবনা খুবই কম, তা খুঁজে বের করতে অনেকেই আগ্রহী। কিন্তু...
২২ আগষ্ট ২০২৫ ৪৪১
প্রাইজবন্ডে কোনো নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা দেওয়া হয় না, বরং লটারির মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ থ...
০২ জুন ২০২৫ ৭২১
প্রাইজবন্ডে বড় পুরস্কার জেতার সম্ভাবনা থাকলেও লাভের নিশ্চয়তা নেই। অন্যদিকে, সঞ্চয়পত্রে নিশ্চিত মু...
২১ আগষ্ট ২০২৫ ১৬২