প্রাইজবন্ডের যে নাম্বারগুলো বিজয়ী হওয়ার সম্ভাবণা খুবই কম।

প্রাইজবন্ডের যে নাম্বারগুলো বিজয়ী হওয়ার সম্ভাবণা খুবই কম।

প্রাইজবন্ডের ড্র-তে কোন নাম্বারগুলো জেতার সম্ভাবনা খুবই কম, তা খুঁজে বের করতে অনেকেই আগ্রহী। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এ ধরনের তথ্যের পেছনে কোনো গাণিতিক ভিত্তি থাকে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা একটি নতুন ফিচার নিয়ে এসেছি। এখন থেকে আপনার প্রোফাইলে এমন কিছু নাম্বার চিহ্নিত করে দেওয়া হবে, যেগুলোর বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ফিচারটি শুধু তাদের প্রোফাইলে দেখা যাবে যাদের কাছে এই ধরনের লো-প্রোবাবিলিটি নাম্বার আছে।

মজার বিষয় হলো, এই লো-প্রোবাবিলিটি নাম্বারগুলোর মধ্যে ১০% হলো প্রিমিয়াম নাম্বার। আপনি চাইলে এই প্রিমিয়াম নাম্বারগুলো রেখে বাকিগুলো বিক্রি করে দিতে পারেন, অথবা সব নাম্বারই আপনার কাছে রাখতে পারেন।

⌛ কীভাবে এই নাম্বারগুলো চিহ্নিত করা হয়?

প্রাইজবন্ডের ড্র-তে ছয়টি ড্রাম ব্যবহার করা হয়, যেখানে প্রতিটি ড্রামে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা থাকে। ড্রামের ভেতরের সংখ্যাগুলো এলোমেলোভাবে ঘুরিয়ে একটি করে সংখ্যা বের করা হয়। এভাবে ছয়টি ড্রাম থেকে ছয়টি সংখ্যা নিয়ে একটি বিজয়ী নাম্বার তৈরি হয়। যেহেতু প্রতিটি প্রাইজবন্ড নাম্বার '০' দিয়ে শুরু হয়, তাই সব মিলিয়ে সাত সংখ্যার একটি বিজয়ী নাম্বার বের হয়। ১০ লাখ বন্ডের মধ্যে এভাবেই একটি বিজয়ী নাম্বার বাছাই করা হয়।

প্রাইজবন্ড ভাগ্যনির্ভর হলেও, এর পেছনে কিছু গাণিতিক ব্যাখ্যা আছে। এই গাণিতিক ব্যাখ্যার ওপর ভিত্তি করে আমরা এমন কিছু নাম্বারকে আলাদা করেছি, যেগুলোর বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

ƒ কীভাবে কাজ করে এই পদ্ধতি?
একই সংখ্যার বারবার আসার সম্ভাবনা খুবই কম। যেমন:
ছয়টি ড্রাম থেকে ছয়টি একই সংখ্যা পরপর ওঠার সম্ভাবনা অনেক কম।
একইভাবে, পাঁচটি একই সংখ্যা পাশাপাশি থাকার সম্ভাবনাও কম।
চারটি একই সংখ্যা পরপর থাকার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম।

এই কারণেই, যে প্রাইজবন্ডের নাম্বারে চারটি, পাঁচটি বা ছয়টি একই সংখ্যা পরপর বসে, আমরা সেগুলোকে 'লো-প্রোবাবিলিটি নাম্বার' বলছি।

আমরা বিগত ৮৮টি ড্র (৩৩তম থেকে ১২০তম) বিশ্লেষণ করে দেখেছি:
একই সংখ্যার চারটি ডিজিট পরপর ছিল এমন নাম্বার মাত্র ৯ বার জিতেছে।
একই সংখ্যার পাঁচটি ডিজিট পরপর ছিল এমন নাম্বার মাত্র ১ বার জিতেছে।
একই সংখ্যার ছয়টি ডিজিট পরপর ছিল এমন কোনো নাম্বার আজ পর্যন্ত জেতেনি।

এ কারণে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা লো-প্রোবাবিলিটি নাম্বার হিসেবে চিহ্নিত করছি।


আপনার আইডিয়াতেই আমাদের পরবর্তী ফিচার!

আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন ফিচার যোগ করে আমাদের গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে। আমাদের বেশিরভাগ ফিচারের আইডিয়া আসে সরাসরি গ্রাহকদের কাছ থেকে। কেউ হয়তো ফেসবুকে পোস্ট করেন, কেউ কমেন্ট করেন বা সরাসরি মেসেজ করেন। আপনাদের এই আইডিয়াগুলোকে আমরা আরও পরিমার্জন করে একটি কার্যকর ফিচারে রূপ দেই।

আমাদের এই নতুন ফিচারের আইডিয়াটি এসেছে বিদ্যুৎ কান্তি চৌধুরী নামের এক ব্যক্তির কাছ থেকে। যদিও তার সঙ্গে আমাদের সরাসরি কোনো কথা বা দেখা হয়নি, কিন্তু আমাদের বিভিন্ন পোস্টের নিচে তিনি খুবই বুদ্ধিদীপ্ত মন্তব্য করেন।

আমরা প্রিমিয়াম নাম্বার নিয়ে একটি পোস্ট করেছিলাম, যেখানে তিনি মন্তব্য করেন যে প্রিমিয়াম নাম্বার দেখতে যতই সুন্দর হোক না কেন, এগুলোর জেতার সম্ভাবনা খুবই কম। তার এই মন্তব্য আমাদের নতুন করে ভাবতে উৎসাহিত করে।

বিদ্যুৎ কান্তি

আমাদের আগে থেকেই এ ধরনের একটি ফিচার আনার পরিকল্পনা ছিল, কিন্তু বিদ্যুৎ কান্তির মন্তব্য আমাদের এই কাজে আরও দৃঢ়ভাবে উৎসাহিত করে। অবশেষে আমরা সফলভাবে এই ফিচারটি তৈরি করতে পেরেছি, যা আমাদের গ্রাহকদের এমন নাম্বার খুঁজে বের করতে সাহায্য করবে যেগুলো জেতার সম্ভাবনা কম।

বিদ্যুৎ কান্তি চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি আপনার নজরে এলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।

আমরা গ্রাহকের আইডিয়াকে গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমাদের নিজস্ব ধারণার সঙ্গে মিলিয়ে নতুন নতুন ফিচার আনার চেষ্টা করি। আপনার কাছেও যদি কোনো নতুন আইডিয়া থাকে, আমাদের জানাতে পারেন। আপনার আইডিয়াতেই হয়তো তৈরি হবে আমাদের পরবর্তী ফিচার।

৪২৭ মন্তব্য (০/০) ২২ আগষ্ট ২০২৫

Latest Blog

জোড়া প্রাইজবন্ড সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হলো।

শুধু যাদের সাথে আপনার জোড়া মিলবে তারাই আপনার ফোন নাম্বার দেখতে পাবে—অন্য কেউ দেখতে পাবে না। যদি তারা...

০৯ নভেম্বর ২০২৪ ২,৩৮৯

কেন প্রাইজবন্ড কেনা উচিত

আপনার কাছে অলস টাকা পড়ে আছে, এবং ব্যাংকে রেখে সুদ খেতে চাইছেন না। তাহলে এই টাকা প্রাইজবন্ডে বিনিয়ো...

২২ মে ২০২৪ ২,৭১২

ড্রর আগের দিন কেনা প্রাইজবন্ড কি ড্র’তে আসে?  

কার্যকর থাকলেই যে সকল প্রাইজবন্ড সকল ড্র’তে অংশ নিবে এমন নয়। আপনার কেনা প্রাইজবন্ড ড্রতে আসবে কিনা এ...

২৬ অক্টোবর ২০২৪ ৩,০০৭

পুরানো প্রাইজবন্ড: ড্রয়ের পর কি বদলাতে হবে?

একটি প্রচলিত ভুল ধারণা যে প্রতিটি ড্রয়ের পর পুরানো প্রাইজবন্ড অকার্যকর হয়ে যায় এবং নতুন প্রাইজবন্...

২১ অক্টোবর ২০২৪ ২,৬২২

বিজয়ী প্রাইজবন্ড পুনরায় ড্রয়ে অংশ নিতে পারবে কি?

একটি নাম্বার একবার বিজয়ী হওয়ার পর কিভাবে আবার বিজয়ী হয়? পরের ড্রতে অংশগ্রহণ করতে না পারলে তো আর...

২৯ মে ২০২৪ ২,৫২৬

প্রাচুর্য ডট কম এর SWOT Analysis একটি বিস্তারিত বিশ্লেষণ

প্রাচুর্য ডট কম একটি ভালো প্ল্যাটফর্ম হলেও, এটির আরো উন্নতি করার সুযোগ রয়েছে। প্রাচুর্য ডট কমের শক্...

১৫ জানুয়ারী ২০২৫ ১,৭৭০

বাংলাদেশে সর্বোচ্চ কত টাকার সমমানের প্রাইজবন্ড পাওয়া যায়?

১৯৭৪ সালে ১০ টাকা ও ৫০টাকা মানের প্রাইজবন্ড চালু করা হয়েছিল কিন্তু ১৯৯৫ সালে ১০টাকা ও ৫০টাকার প্রাইজ...

১৭ মে ২০২৪ ৩,৭৭৮

১১৭তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।

এই ড্র’তে নতুন করে “ঘগ” সিরিজটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এবার ড্র’তে নতুন একটি প্রথম পুরস্কারস...

৩১ অক্টোবর ২০২৪ ৩০,০৯৪

পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ডের পুরস্কার অন্য কেহ উত্তোলন করেছে...

পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়...

১২ অক্টোবর ২০২৪ ২,৭৭৪

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ