
প্রথম পুরস্কার বিজয়ী ২৩ বছর বয়সী হাসিবুল আলম-১১৮তম প্রাইজবন্ড ড্র।
হাসিবুল আলম খান, মাত্র ২৩ বছর বয়সে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই একটি অসাধারণ কৃতিত্ব। তার প্রাইজবন্ড নম্বর ছিল কড ০৬০৩৯০৮; প্রাইজবন্ডের সঙ্গে হাসিবুলের পরিচয় কলেজে ক্রিকেট খেলার পুরস্কার হিসেবে প্রাইজবন্ড পাওয়ার মাধ্যমে। এই অপ্রত্যাশিত উপহারই তাকে প্রাইজবন্ডের প্রতি আগ্রহী করে তোলে এবং ধীরে ধীরে এটিকে সঞ্চয়ের একটি মাধ্যম হিসেবে বেছে নেন তিনি।
চট্টগ্রামের এই তরুণ বর্তমানে রাঙ্গুনিয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। এর আগে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছোটবেলা থেকেই। খেলাধুলা তার অন্যতম শখ। ক্রিকেটের প্রতি এই ভালোবাসাই তাকে প্রাইজবন্ড উপহার পেতে সাহায্য করে, আর সেই প্রাইজবন্ডই ২রা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ১১৮তম ড্রতে এনে দেয় প্রথম পুরস্কার।
হাসিবুল ২০২২ সালের জুন মাসে প্রাচুর্য ডট কমের সদস্য হন। এত কম বয়সে প্রাচুর্য ডট কমের সদস্য হয়ে প্রথম পুরস্কার জেতার রেকর্ডও গড়েছেন তিনি। তার এই সাফল্য সত্যিই প্রশংসার যোগ্য।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, এই পুরস্কার তার পড়াশোনায় কোনো বাধা সৃষ্টি করবে না, বরং সহায়ক হবে।
আসুন, আমরা সবাই মিলে হাসিবুল আলম খানকে তার এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানাই!
Latest Blog
আপনার কাছে যদি ১৯৯৫, ২০০০, ২০০২ সালের পুরাতন প্রাইজবন্ড থাকে, হতাশ হবেন না! অনেকেই ভাবতে পারেন এত পু...
১৩ মে ২০২৪ ৪,০৬৩
প্রাইজবন্ড ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক নয়। যেকোনো বাংলাদেশি নাগরিক নগদ টাকা দিয়...
১৪ মে ২০২৪ ২,৪৩২
১১৮তম প্রাইজবন্ড ড্রতে তিনি প্রথম পুরস্কার জিতে নিয়েছেন। তার প্রাইজবন্ডের নম্বর হল কঙ ০৬০৩৯০৮।
০৪ ফেব্রুয়ারী ২০২৫ ৬,৯৪০
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়...
১২ অক্টোবর ২০২৪ ২,৭৭৪
না, একজনের প্রাইজবন্ডের নাম্বার দিয়ে অন্য কেউ পুরস্কার নিতে পারবে না। প্রাইজবন্ড একটি বাহক দলিল, তা...
২৫ মে ২০২৪ ২,৮৫৪
কার্যকর থাকলেই যে সকল প্রাইজবন্ড সকল ড্র’তে অংশ নিবে এমন নয়। আপনার কেনা প্রাইজবন্ড ড্রতে আসবে কিনা এ...
২৬ অক্টোবর ২০২৪ ৩,০০৭
সারাজীবন কষ্ট করে হয়ত কিছু টাকা জমিয়েছেন। কিন্তু কোথায় টাকা খাটাবেন তা ভেবে পাচ্ছেন না। কারণ যে কো...
১৬ মে ২০২৪ ৩,১৩১
আমাদের সবার স্বপ্ন একটাই—৬ লাখ টাকার প্রথম পুরস্কার জেতা আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রাইজবন...
১৯ নভেম্বর ২০২৪ ১,৯৭৫
১১৮তম প্রাইজবন্ড ড্র ২রা ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
০২ জানুয়ারী ২০২৫ ৬৮,০৪৫