
১১৮তম প্রাইজবন্ড ড্র কবে হবে? When will be the 118th prize bond draw held?
১১৮তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে ২রা ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ তারিখে। তবে গেজেট অনুযায়ী, এটি ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেহেতু ৩১শে জানুয়ারি শুক্রবার, যা একটি সরকারি ছুটির দিন, তাই ড্র পিছিয়ে রবিবার, ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
১১৮তম প্রাইজবন্ড ড্রয়ের সম্ভাব্য তথ্য
বিভিন্ন ডাটা বিশ্লেষণ থেকে ধারণা করা হচ্ছে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে মোট ৮২টি সিরিজ অংশগ্রহণ করবে। এই ড্রয়ের সম্ভাব্য পুরস্কার ও তাদের মূল্যমান নিম্নরূপ:
❄ প্রথম পুরস্কার: ৮২টি, প্রতিটির মূল্য ৬ লাখ টাকা।
❄ মোট পুরস্কার: ৩,৭৭২টি।
❄ মোট অর্থমূল্য: ১৩ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।
⭐ ঘঘ সিরিজের প্রাইজবন্ড ড্র'তে অংশগ্রহণ করবে কি?
১১৮তম প্রাইজবন্ড ড্র'তে নতুন ঘঘ সিরিজ যুক্ত হলেও, এই সিরিজ থেকে কোনো প্রাইজবন্ড পুরস্কার জিতবে না। কেননা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রাইজবন্ড ক্রয়ের তারিখ থেকে ড্রর দিন পর্যন্ত ২ মাসের সময়কাল পার করতে হয়।
ঘঘ সিরিজের প্রাইজবন্ডগুলো যে তারিখে বিক্রি শুরু হয়েছে, সেখান থেকে ২রা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ২ মাস পূর্ণ হবে না। ফলে, এই সিরিজটি ড্রতে এলেও, কোনো প্রাইজবন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
প্রস্তুত থাকুন!
১১৮তম প্রাইজবন্ড ড্র সকলের জন্য একটি অপেক্ষার প্রহর। বিশেষ করে যারা জোড়া বন্ড সংগ্রহ করেছেন, তাদের জন্য এই ড্রটি আরও বিশেষ। জোড়া বন্ডের কেনার সুবিধা হলো, বিজয়ী হলে ডাবল পুরস্কার সম্ভাবণা থাকে। আপনার প্রাইজবন্ড নাম্বর সযত্নে রাখুন। নতুন পুরস্কারজয়ীদের জন্য আগাম শুভেচ্ছা!
Latest Blog
১৯৯৫ সালে প্রাইজবন্ড চালু হলেও, গ্রাহকবান্ধব সংস্কারের অভাবে জনপ্রিয়তা হারিয়েছে। গ্রাহকদের ভোগান্ত...
২২ মে ২০২৪ ৪,১৬০
একটি প্রচলিত ভুল ধারণা যে প্রতিটি ড্রয়ের পর পুরানো প্রাইজবন্ড অকার্যকর হয়ে যায় এবং নতুন প্রাইজবন্...
২১ অক্টোবর ২০২৪ ২,৬২৫
১৯৭৪ সালে ১০ টাকা ও ৫০টাকা মানের প্রাইজবন্ড চালু করা হয়েছিল কিন্তু ১৯৯৫ সালে ১০টাকা ও ৫০টাকার প্রাইজ...
১৭ মে ২০২৪ ৩,৭৮২
সারাদেশে বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা অফিস থেকে সারা বছর এবং যেকোনো সময় প্রাইজবন্ড কেনা যায়। এছাড়াও...
০৮ মে ২০২৪ ৬,২৮৯
তবে খুশির খবর হলো, একজন প্রথম পুরস্কার জিতেছেন! এছাড়া ৫ জন ৪র্থ পুরস্কার এবং ৩৬ জন ৫ম পুরস্কার অর্জন...
৩১ অক্টোবর ২০২৪ ১৯,৩৫৪
বিজয়ী হলেন যারা ১১৯তম প্রাইজবন্ড ড্র'তে
৩০ এপ্রিল ২০২৫ ২৫,৬৩৩
প্রাইজবন্ড কিনতে সাধারণত কোনো কাগজপত্র লাগে না, নগদ টাকায় কেনা যায়। বাংলাদেশ ব্যাংক, সরকারি-বেসরকারি...
২৯ মে ২০২৫ ১,১৬৭
প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য হলো অর্থ সঞ্চয় করা। পুরস্কার জেতাটা একটি কাকতালীয় ফল মাত্র।
০৮ জুন ২০২৫ ১,৩৩৯
প্রাইজবন্ডে বড় পুরস্কার জেতার সম্ভাবনা থাকলেও লাভের নিশ্চয়তা নেই। অন্যদিকে, সঞ্চয়পত্রে নিশ্চিত মু...
২১ আগষ্ট ২০২৫ ১৬১