প্রাইজবন্ডের ড্র প্রক্রিয়া কতটা নিরপেক্ষ?

প্রাইজবন্ডের ড্র প্রক্রিয়া কতটা নিরপেক্ষ?

বাংলাদেশে প্রাইজবন্ড ড্রর কার্যক্রম নিয়ে জনসাধারণের মধ্যে কিছু প্রশ্ন দেখা যায়। এই প্রশ্নগুলো ড্র প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে এক ধরনের সংশয় তৈরি করে। কিন্তু কেন এমন সংশয় তৈরি হয়? আসলেই কি এর পেছনে কোনো কারণ আছে? এমন কোনো ঘটনা কি ঘটেছে যা এই সন্দেহকে সমর্থন করে?


"সাধারণ মানুষ" ও তাদের প্রভাবঃ 

সাধারণ মানুষ বলতে একটি নির্দিষ্ট অংশকে বোঝায়, যারা কোনো কিছুর গভীরে প্রবেশ না করে বা কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ না করেই তাদের ব্যক্তিগত অনুমান বা ধারণাকে সত্য বলে প্রচার করে। প্রাইজবন্ড ড্রর ক্ষেত্রেও এই অংশটি তাদের অসম্পূর্ণ ধারণাগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য হিসেবে প্রকাশ করে। এই ধরনের তথ্যের ব্যাপক প্রচার এমন পর্যায়ে পৌঁছায় যে তা বাজারে একটি প্রতিষ্ঠিত ধারণায় পরিণত হয়।

যারা এই ধরনের তথ্য ছড়ায়, তাদের অনেকেই প্রাইজবন্ড ড্র অনুষ্ঠানে কখনও উপস্থিত থাকে না। অথবা তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অল্প সংখ্যক (যেমন পাঁচ বা দশটি) প্রাইজবন্ড কিনে প্রথম পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখে। প্রাইজবন্ডের পুরস্কার পাওয়া সহজ কাজ নয়। যেখানে প্রায় ২২ হাজার প্রাইজবন্ড নম্বরের মধ্যে মাত্র একটি নম্বর পুরস্কার পায়, সেখানে অল্প কয়েকটি নম্বরের মধ্যে পুরস্কার জেতা কেবল ভাগ্যের ব্যাপার। অল্প সংখ্যক প্রাইজবন্ড কিনে পুরস্কার জেতার স্বপ্ন দেখা মানুষের সংখ্যাই বেশি। পুরস্কার না পেয়ে তাদের মনে এক ধরনের হতাশা তৈরি হয়, যা থেকে তাদের ধারণা হয় যে প্রাইজবন্ড ড্রতে অনিয়ম হয়। এই অংশের মানুষের সংখ্যা এত বেশি যে তাদের সম্মিলিত বক্তব্য শুনে অন্যরা মনে করে, প্রাইজবন্ড ড্রর স্বচ্ছতা নিয়ে সত্যিই প্রশ্ন আছে।


কর্তৃপক্ষের অবস্থান ও সরাসরি সম্প্রচারের প্রভাবঃ

জনমনে এই সন্দেহ তৈরি হওয়ার আরেকটি কারণ হলো প্রাইজবন্ড কর্তৃপক্ষের একটি নির্দিষ্ট অবস্থান। এই অবস্থানটি হলো প্রাইজবন্ড ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে না দেওয়া। কর্তৃপক্ষ নিজেরাও সরাসরি সম্প্রচার করে না এবং কোনো সংবাদকর্মী বা অন্য কাউকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার অনুমতি দেয় না। সরাসরি সম্প্রচার না করার এই অবস্থানই জনমনে প্রাইজবন্ড ড্রর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে সাহায্য করে।

তবে, যারা প্রাইজবন্ড ড্র অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন, তারা জানেন যে এই ড্র প্রক্রিয়াটি একটি সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। এই প্রক্রিয়ায় ৬টি ড্রাম ঘোরানো হয় এবং প্রতিটি ড্রাম থেকে একটি করে সংখ্যা তোলা হয়। এই ৬টি সংখ্যা মিলে একটি নম্বর তৈরি হয়, যা একটি পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এইভাবে ৪৬ বার ড্রাম ঘুরিয়ে ৪৬টি পুরস্কার নির্বাচন করা হয়। উপস্থিত দর্শক এবং গণমাধ্যম কর্মীরা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করার সুযোগ পান।


উপসংহারঃ  

শেষ কথা হলো, প্রাইজবন্ডের ড্র সরাসরি সম্প্রচার করা হোক বা না হোক, ড্র অনুষ্ঠানে বিপুল সংখ্যক সংবাদকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত থাকে। এই উপস্থিতি ড্র প্রক্রিয়ার একটি পর্যায়ক্রমিক তদারকি নিশ্চিত করে। তাই, যে যাই বলুক না কেন, প্রাইজবন্ড ড্রতে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতা বলে কিছু নেই। এই প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন হয়। 

৭৮৯ মন্তব্য (০/০) ৩১ মে ২০২৫

Latest Blog

১১৭তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।

এই ড্র’তে নতুন করে “ঘগ” সিরিজটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এবার ড্র’তে নতুন একটি প্রথম পুরস্কারস...

৩১ অক্টোবর ২০২৪ ৩০,০৯৫

১২০তম প্রাইজবন্ড ড্র, ৮২টি ৬ লাখ টাকার প্রথম পুরস্কারসহ ৩৭৭...

১২০তম প্রাইজবন্ড ড্র, ৮২টি ৬ লাখ টাকার প্রথম পুরস্কারসহ ৩৭৭২টি পুরস্কার।

৩১ জুলাই ২০২৫ ৬,৬৫৫

১১৮তম প্রাইজবন্ড ড্র কবে হবে? When will be the 118th prize b...

১১৮তম প্রাইজবন্ড ড্রতে ঘঘ সিরিজ অন্তর্ভুক্ত হলেও ২ মাস পূর্ণ না হওয়ায় এই সিরিজ থেকে কোনো পুরস্কার...

২০ জানুয়ারী ২০২৫ ৮,০২১

১১৮তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে। 118th Prize Bond Draw...

১১৮তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে ২রা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। এই ড্রতে ৮১টি সিরিজের প্রাইজবন্ডের...

০২ ফেব্রুয়ারী ২০২৫ ১২,২৭১

বাংলাদেশে সর্বোচ্চ কত টাকার সমমানের প্রাইজবন্ড পাওয়া যায়?

১৯৭৪ সালে ১০ টাকা ও ৫০টাকা মানের প্রাইজবন্ড চালু করা হয়েছিল কিন্তু ১৯৯৫ সালে ১০টাকা ও ৫০টাকার প্রাইজ...

১৭ মে ২০২৪ ৩,৭৮৩

একজনের প্রাইজবন্ড, অন্যজনের পুরস্কার! কীভাবে সম্ভব?

আমরা এমন একসময়ে বাস করছি, যেখানে স্ক্যামিং বা প্রতারণা খুব সাধারণ ঘটনা। পৃথিবীর সব দেশেই এমন ঘটনা ঘট...

১৩ ডিসেম্বর ২০২৪ ২,৩৪১

বিজয়ী হলেন যারা ১১৯তম প্রাইজবন্ড ড্র'তে

বিজয়ী হলেন যারা ১১৯তম প্রাইজবন্ড ড্র'তে

৩০ এপ্রিল ২০২৫ ২৫,৬৩৬

বিজয়ী হলেন যারা ১১৮তম প্রাইজবন্ড ড্র’তে। Who Won in the 118t...

১১৮তম প্রাইজবন্ড ড্র-তে ৫১ জন বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন একই সাথে প্রথ...

০২ ফেব্রুয়ারী ২০২৫ ২০,১০৫

সরকার পতনে প্রাইজবন্ডের নিরাপত্তা কতটুকু?

সরকার পতনের কারণে প্রাইজবন্ডের কার্যক্রমে কিছুটা বিলম্ব হতে পারে বা কিছু নিয়মে পরিবর্তন আসতে পারে।...

০৮ আগষ্ট ২০২৪ ২,৫০৯

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ